ব্রেকিং নিউজ
খালেদা জিয়াকে বিদেশ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে হবে: আইনমন্ত্রী
নিউজিল্যান্ডের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ
বাংলাদেশ ছাড়াও যে ৫ দেশে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: প্রধানমন্ত্রী
ভিসানীতি প্রয়োগ শুরু, তালিকায় কারা আছেন জানাল যুক্তরাষ্ট্র
নাহি অ্যালুমিনিয়ামের পর্ষদ সভা ২৬ সেপ্টেম্বর
ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্যের নতুন সম্ভাবনার দুয়ার
আদিলুর-এলানের মুক্তি দাবিতে ২৭ আন্তর্জাতিক মানবাধিকার সোচ্চার
পররাষ্ট্র সচিবের সঙ্গে উজরা জেয়ার বৈঠক
সোনালী রোদ
Dhaka Sangbad | The Best Newspaper Everyone in Bangladesh
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • ইসলাম
  • খেলাধুলা
  • চাকরি
  • লাইফ স্টাইল
  • বিনোদন
  • অপরাধ
  • শেয়ারবাজার
    • লেনদেন
    • বোর্ড সভা
    • আইপিও / রাইট
    • পিএসআই
    • এজিএম / ইজিএম
    • লভ্যাংশ
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • গল্প-কবিতা
    • সংস্কৃতি
    • জ্ঞানের ভুবন
    • পরামর্শ
    • ভাইরাল
    • মতামত
    • সম্পাদকীয়
    • সাক্ষাৎকার
    • ভিডিও

ঢাকা সংবাদ

নিউজিল্যান্ডের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ

দৈনিক ঢাকা সংবাদ 23/09/2023

নিউজিল্যান্ড সিরিজের আয়োজন ছিল মূলত বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি যাচাই। কিন্তু তা আর হলো কই। বৃষ্টির কারণে এক ইনিংসও পুরো খেলা হয়নি।

বল হাতে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং দেখা গেলেও এদিন হতাশ হতে হয়েছে টাইগার ক্রিকেটের ভক্তদের।

ম্যাচের কোনো ফল যেমন আসেনি, তেমনি তামিম ইকবাল আর মাহমুদউল্লাহ রিয়াদের প্রত্যাবর্তনটাও চোখে পড়েনি।

তবে সেসব পেছনে ফেলে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম এখন তৈরি দ্বিতীয় ম্যাচের জন্য।

বাংলাদেশও প্রস্তুত কিউইদের বিপক্ষে লড়তে। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দুই-একটা পরিবর্তন দেখা যেতে পারে।

ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গে থাকবেন লিটন দাস। তিন নম্বর পজিশনে নেমে যেতে পারেন তানজিদ হাসান তামিম। চারে তাওহীদ হৃদয়ের জায়গাটা পোক্তই বলা চলে। পাঁচে মাহমুদউল্লাহ রিয়াদ, ছয়ে সৌম্য সরকার, সাতে শেখ মেহেদী হাসান। বাংলাদেশ ব্যাটিং করতে নামলে এই তিন পজিশনে থাকবে বাড়তি নজর।

আটে খেলবেন নুরুল হাসান সোহান, নয়ে রিশাদ হোসেন। ১০ ও ১১-তে দেখা যেতে পারে দুই পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদকে। বিশ্রামে থাকতে হতে পারে মোস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদকে। চোটের কারণে বাইরে থাকতে পারেন পেসার তানজিম হাসান সাকিব।

যেমন হতে পারে দ্বিতীয় ম্যাচের একাদশ

তামিম ইকবাল, লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, খালেদ আহমেদ, হাসান মাহমুদ।

0 comment

বাংলাদেশ ছাড়াও যে ৫ দেশে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র

দৈনিক ঢাকা সংবাদ 23/09/2023

বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় বাধাদানকারী বেশ কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

তবে শুধু বাংলাদেশ নয়, চলতি বছর এখন পর্যন্ত বিভিন্ন কারণে বেশ কয়েকটি দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
এসব দেশের মধ্যে রয়েছে— নাইজেরিয়া, আফগানিস্তান, হাইতি, সুদান ও নিকারাগুয়া।

নাইজেরিয়া

সম্প্রতি সাধারণ নির্বাচন ঘিরে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় বাধা দেওয়ায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। ফলে নাইজেরিয়ায় গণতন্ত্র বাধাগ্রস্ত করার জন্য দায়ী যে কোনো ব্যক্তি যুক্তরাষ্ট্রের ভিসা পাবেন না। গত ২৫ ফেব্রুয়ারি নাইজেরিয়ার সাধারণ নির্বাচনের আগেই এ ঘোষণা দিয়েছিল বাইডেন প্রশাসন।

আরও পড়ুন মার্কিন ভিসানীতি ভোগাস, সব ফাঁকা আওয়াজ: নাজমুল আলম

আফগানিস্তান

আফগানিস্তানের নারী ও মেয়েদের অধিকার দমনের দায়ে ক্ষমতাসীন তালেবান সরকারের বেশ কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তা, নিরাপত্তা বাহিনীর সদস্য এবং আরও বেশ কয়েক সন্দেভাজন ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এ নিষেধাজ্ঞা আরোপের কথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। নিষেধাজ্ঞা আরোপের আগের মাসে তালেবান সরকার আফগান নারী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা এবং বেসরকারি সংস্থায় চাকরির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল।

হাইতি

দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ক্যারিবীয় অঞ্চলের দেশ হাইতির চেম্বার অব ডেপুটিসের সাবেক প্রেসিডেন্ট গ্যারি বোডোর ওপর ভিসা বিধিনিষেধ ও আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

হাইতির জনগণের প্রতি সমর্থন এবং দেশটির ক্রমাগত বিশৃঙ্খলা ঠেকাতেই গত ৫ এপ্রিল এ ব্যবস্থা নেওয়ার কথা জানায় মার্কিন পররাষ্ট্র ও অর্থ দপ্তর।
পররাষ্ট্র দপ্তরের ভিসা বিধিনিষেধের কারণে তিনি যুক্তরাষ্ট্রের ভিসা পাবেন না এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক নিষেধাজ্ঞা ফলে যুক্তরাষ্ট্রে তার সব সম্পদ জব্দ করা হয়।

সুদান

উত্তর-পূর্ব আফ্রিকার দেশ সুদানে কয়েক মাস ধরে ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে দেশটির সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী আরএসএফের মধ্যে লড়াই চলছে।
অব্যাহত এই সহিংসতার কারণে গত ১ জুন দেশটির ওপর আর্থিক নিষেধাজ্ঞা ও ভিসা বিধিনিষেধ আরোপ করে বাইডেন প্রশাসন।

তখন এক বিবৃতিতে মার্কিন অর্থ মন্ত্রণালয় জানায়, সুদানের সংঘাতে অবদান রাখছে কিংবা এ থেকে লাভবান হচ্ছে, এমন চার প্রতিষ্ঠানের ওপর আর্থিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এ ছাড়া পৃথক আরেক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানান, সুদানের গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করায় দেশটির বেশ কয়েক ব্যক্তির বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এ তালিকায় রয়েছেন দেশটির সেনাবাহিনী, আরএসএফ, সাবেক নেতা ওমর আল-বশির আমলের বেশ কয়েকজন কর্মকর্তা।

এ ছাড়া গত ৬ সেপ্টেম্বর মানবাধিকারের চরম লঙ্ঘনে জড়িত থাকার অভিযোগে আরএসএফের কমান্ডার আব্দুল রহমান জুমার ওপর ভিসা নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

নিকারাগুয়া

গত ২১ আগস্ট নিকারাগুয়ার ১০০ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

জনপ্রিয় একটি বিশ্ববিদ্যালয় বন্ধে ও বিশিষ্ট একজন খ্রিস্টান ধর্মযাজককে কারাগারে পাঠানোর ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনে তাদের ভূমিকার জন্য এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

0 comment

যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: প্রধানমন্ত্রী

দৈনিক ঢাকা সংবাদ 23/09/2023

যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে ভয় পাওয়া কিংবা ঘাবড়ানোর কিছু নেই, এতে বিরোধীদলের কথাও বলা আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রে বাংলাদেশের জাতিসংঘ স্থায়ী মিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, যদি তারা শুধু আওয়ামী লীগকে টার্গেট করে থাকে তাহলে আমার কিছু বলার নেই। তবে মনে রাখতে হবে আমি কিন্তু কারো শক্তিতে ক্ষমতায় আসিনি। আমি ক্ষমতায় এসেছি জনগণের শক্তিতে।

প্রধানমন্ত্রী বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আওয়ামী লীগেরও চাওয়া। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি বাংলাদেশের বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা করে, সেক্ষেত্রে এই দেশের জনগণ ওই ব্যক্তি বা গোষ্ঠীকে স্যাংশন (নিষেধাজ্ঞা) দেবে।

প্রধানমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, যারা ভোটের স্বচ্ছতা নিয়ে কথা বলছে, ২০০১ কিংবা সামরিক শাসকদের নির্বাচনের সময় তারা কোথায় ছিল?

শেখ হাসিনা বলেন, ‘ট্রান্সপারেন্ট ব্যালট বাক্স, ছবিসহ ভোটার তালিকা, মানুষের মধ্যে ভোটের অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা এগুলো আমরা করেছি। ‘আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব’ এই স্লোগান তো আমারই দেওয়া। ভোট ও ভাতের অধিকারের আন্দোলন তো আমরাই করেছি।

সরকারপ্রধান সাফ জানিয়ে দেন, ক্ষমতায় আসতে হলে নির্বাচনই একমাত্র পথ। গোলমাল করে অবৈধভাবে আসতে চাইলে শাস্তি ভোগ করতে হবে।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ জনগণকে দেওয়া ওয়াদা রক্ষা করে। বিএনপি-জামায়াত আমলের মতো দুর্নীতি হচ্ছে না বলেই দেশ এগিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, শুক্রবার (২২ সেপ্টেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে জানান, বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া যারা বাধাগ্রস্ত করবে তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

এতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাদানকারী ব্যক্তি ও সহায়তাকারীদের ওপর ভিসা নিষেধাজ্ঞা কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এর মধ্যে রয়েছে- আইনশৃঙ্খলা বাহিনী, ক্ষমতাসীন দল ও বিরোধী রাজনৈতিক দলের সদস্যরা। যুক্তরাষ্ট্র বাংলাদেশে শান্তিপূর্ণ উপায়ে সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানে সহায়তা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

0 comment

ভিসানীতি প্রয়োগ শুরু, তালিকায় কারা আছেন জানাল যুক্তরাষ্ট্র

দৈনিক ঢাকা সংবাদ 23/09/2023

বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে শুক্রবার থেকে পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।

এসব ব্যক্তিদের মধ্যে বর্তমান এবং প্রাক্তন বাংলাদেশি কর্মকর্তা, আইন প্রয়োগকারী, বিচার বিভাগ এবং নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ক্ষমতাসীন দল এবং বিরোধী রাজনৈতিক দলের সদস্য অন্তর্ভুক্ত রয়েছে।

বিবৃতিতে জানানো হয়, এসব ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন। বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ন করার জন্য দায়ী বা জড়িত বলে প্রমাণিত হলে ভবিষ্যতে অন্যদের ওপরও এ নীতির অধীনে ভিসা নিষেধাজ্ঞা জারি হতে পারে।

এতে আরো বলা হয়, আমাদের আজকের পদক্ষেপগুলো শান্তিপূর্ণভাবে অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বাংলাদেশের লক্ষ্যকে সমর্থন করার জন্য এবং বিশ্বব্যাপী যারা গণতন্ত্রকে এগিয়ে নিতে চায় তাদের সমর্থন করার জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত প্রতিশ্রুতির প্রতিফলন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন গত ২৪ মে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের সহায়তার লক্ষ্যে নতুন ভিসানীতি ঘোষণা করেন।

গণতান্ত্রিক নির্বাচনি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অর্থ হলো— ভোট কারচুপি, ভোটারকে ভয়ভীতি দেখানো, শান্তিপূর্ণ সভা-সমাবেশে বাধা দান, রাজনৈতিক দল, ভোটার, সুশীল সমাজ, মিডিয়াকে মতপ্রকাশে বাধা দেওয়া। এসব কর্মকাণ্ডের জন্যও ভিসানীতির প্রয়োগ হতে পারে।

0 comment

নাহি অ্যালুমিনিয়ামের পর্ষদ সভা ২৬ সেপ্টেম্বর

দৈনিক ঢাকা সংবাদ 20/09/2023

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৬ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৫টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

0 comment

ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্যের নতুন সম্ভাবনার দুয়ার

দৈনিক ঢাকা সংবাদ 19/09/2023

প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে রুপিতে রপ্তানি বাণিজ্য কার্যক্রম শুরু করেছে বাংলাদেশের শীর্ষ ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন। এর মাধ্যমে রুপিতে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্য লেনদেন শুরুর উদ্যোগ আরো একধাপ এগিয়ে গেলো। উভয় দেশের মধ্যে প্রথম আন্তঃসীমান্ত বাণিজ্যিক লেনদেনটি নিজ নিজ মুদ্রায় সম্পন্ন করার ক্ষেত্রে যৌথভাবে সহযোগিতা করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

টাকা ও রুপিতে প্রথম আন্তঃসীমান্ত লেনদেন নিষ্পত্তি উপলক্ষে সোমবার (১৮ সেপ্টেম্বর, ২০২৩) রাজধানীর এক পাঁচতারকা হোটেলে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি) এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র মধ্যে এক চুক্তি হয়। চুক্তিতে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও গোলাম মুর্শেদ এবং এসসিবি’র সিইও নাসের ইজাজ বিজয় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

ওয়ালটন রেফ্রিজারেটরের সিবিও তোফায়েল আহমেদ জানান, চলতি বছর ভারতের একটি খ্যাতনামা ইলেকট্রনিক্স পণ্য বিপণনকারী প্রতিষ্ঠানের কাছে প্রায় ১০ মিলিয়ন মার্কিন ডলারের ফ্রিজ রপ্তানি করবে ওয়ালটন। যার মধ্যে প্রাথমিক ধাপে ভারতীয় প্রতিষ্ঠানটির কাছে চলতি বছরের নভেম্বর মাসে ১ কোটি ৭ লাখ রুপি মূল্যের ফ্রিজ রপ্তানি করা হবে। এই অর্থের ১০ শতাংশ অগ্রীম লেনদেন ইতোমধ্যে রুপিতে পরিশোধ করেছে ভারতীয় প্রতিষ্ঠানটি। এই লেনদনটি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশী মুদ্রায় ওয়ালটনের বিশেষ একাউন্টে জমা করেছে।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও গোলাম মুর্শেদ বলেন, বর্তমানে বৈদেশিক বাণিজ্যের লেনদেন নিষ্পত্তিতে মার্কিন ডলার ব্যবহার করছে বাংলাদেশ। এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ডলার সংকটে পড়েছি আমরা। অন্যদিকে টাকার বিপরীতে ডলারের মূল্যমানও ব্যাপক বেড়ে যাওয়ায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে উল্লেখযোগ্য প্রভাব প্রড়েছে। এমন পরিস্থিতিতে মার্কিন ডলারের উপর চাপ কমাতে রুপিতে ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা চালু করা হয়েছে। উভয় দেশের এই উদ্যোগকে সামনের দিকে এগিয়ে নেয়ার লক্ষে ভারতের সঙ্গে রুপিতে রপ্তানি বাণিজ্য কার্যক্রম শুরু করেছে ওয়ালটন।

তিনি জানান, ভারতে ওয়ালটন বছরে প্রায় ১’শ কোটি রুপি মূল্যের ফ্রিজ, কম্প্রেসার, ফ্যান ইত্যাদি পণ্যসহ বিভিন্ন যন্ত্র্যাংশ রপ্তানি করে। ওয়ালটনের রপ্তানি থেকে প্রাপ্ত আয়ের রুপি দিয়ে ভারতের সমপরিমাণ আমদানি বিল নিষ্পত্তি করতে পারবে বাংলাদেশ। ফলে দুই দেশের লেনদেনের ক্ষেত্রে ডলারের ওপর চাপ কমবে। তাছাড়া উভয় দেশের আমদানিকারক ও রফতানিকারকদের দুবার মুদ্রা বিনিময় করার খরচও কমবে। এতে লেনদেন নিষ্পত্তিতে সময়ও বাঁচবে।

উল্লেখ্য, ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ১৬ বিলিয়ন ডলার। এরমধ্যে বাংলাদেশের রপ্তানি ছিল মাত্র ২ বিলিয়ন ডলার। নতুন ব্যবস্থার অধীনে বাংলাদেশি ব্যবসায়ীরা ভারত থেকে আমদানির ক্ষেত্রে সর্বোচ্চ ২ বিলিয়ন ডলার পর্যন্ত বিল রুপিতে নিষ্পত্তি করতে পারবেন। এক্ষেত্রে ভারতের সঙ্গে ওয়ালটন রুপিতে রপ্তানি বাণিজ্য কার্যক্রম শুরুর উদ্যোগ বিশেষ ভ‚মিকা পালন করবে।
জানা গেছে, বাংলাদেশের নাম্বার ওয়ান ইলেকট্রনিক্স ব্র্যান্ড হওয়ার পর ওয়ালটনের ভিশন এখন ‘গো গেøাবাল ২০৩০’। অর্থাৎ ২০৩০ সালের মধ্যে বিশ্বের অন্যতম সেরা গেøাবাল কনজ্যুমার ইলেকট্রনিক্স ব্র্যান্ডে পরিণত হবে ওয়ালটন। সেই লক্ষ্য অর্জনে ‘মেইড ইন বাংলাদেশ’ খ্যাত ওয়ালটনের পণ্য নিজস্ব ব্র্যান্ড লোগোর পাশাপাশি ওইএম (অরিজিনাল ইক্যুইপমেন্ট ম্যানুফ্যাকচারার) এর আওতায় এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ইউরোপসহ বিশ্বের ৪০টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে। বর্তমানে গেøাবাল মার্কেটে নিজস্ব ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে ওয়ালটন। #

0 comment

আদিলুর-এলানের মুক্তি দাবিতে ২৭ আন্তর্জাতিক মানবাধিকার সোচ্চার

দৈনিক ঢাকা সংবাদ 19/09/2023

মানবাধিকার সংস্থা অধিকার-এর সম্পাদক আদিলুর রহমান খান এবং পরিচালক নাসির উদ্দিন এলানের মুক্তি দাবি করে বিবৃতি দিয়েছে ‘এশিয়ান ফোরাম ফর হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট’ (ফোরাম-এশিয়া) এবং এর সদস্য সংস্থাগুলি। সম্প্রতি দোষী সাব্যস্ত হওয়ার পর তাদের দুই বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। ওই বিবৃতিতে আন্তর্জাতিক ২৭টি মানবাধিকার সংস্থা স্বাক্ষর করেছে।

আদিলুর ও এলানের প্রতি অটুট সংহতি প্রকাশ করে বিবৃতিটি শুরু করা হয়। এতে বলা হয়েছে, তারা দুজন বাংলাদেশে নাগরিক ও রাজনৈতিক অধিকার লঙ্ঘন বিষয়ক ওয়াচডগ অধিকারের সদস্য। তারা যেভাবে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলি নিষ্ঠার সাথে নথিভুক্ত করেছেন তা অন্যদের জন্য অনুকরণীয়। বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন, জোরপূর্বক গুম এবং নারী ও সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনাগুলো নথিভুক্ত করেছেন তারা।

২০১৩ সাল থেকে অধিকার এবং এর কর্মীরা – বিশেষ করে আদিলুর এবং এলান অব্যাহত বিচারিক হয়রানির সম্মুখীন হয়েছেন৷ একটি বিক্ষোভ দমনের সময় ৬১ জনকে বিচারবহির্ভূতভাবে হত্যার ঘটনা প্রকাশ্যে আনার পরই তাদের ওপর হয়রানি শুরু হয়। ২০০৬ সালে প্রণীত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারার অধীনে আদিলুর এবং এলানের বিরুদ্ধে মামলা দায়ের করে কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে ভুয়া, অশ্লীল ও মানহানিকর তথ্য প্রকাশ করার অভিযোগ আনা হয়। পরবর্তীকালে আদিলুর এবং এলানকে স্বেচ্ছাচারীভাবে যথাক্রমে ৬২ এবং ২৫ দিন পুলিশ হেফাজতে রাখা হয়।

অধিকার দৃঢ়ভাবে তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তারা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের ন্যায় বিচার পাওয়ার জন্য একটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের আহ্বান জানিয়েছে।

মানবাধিকার নিয়ে কাজ করে যাওয়ায় বছরের পর বছর ধরে অধিকার, আদিলুর এবং এলানকে টার্গেট করে নানা অপপ্রচার চালানো হচ্ছে। ২০২২ সালে এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো (এনজিওএবি) বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং গুমের বিষয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রকাশের অভিযোগে অধিকারের নিবন্ধন পুনর্নবীকরণ করতে অস্বীকৃতি জানায়। তাদের দাবি, অধিকারের এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক পর্যায়ে রাষ্ট্রের সুনাম নষ্ট করেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ও এই সিদ্ধান্ত বহাল রেখেছিল।

এমন অবস্থায়, ‘ফোরাম-এশিয়া’ আদিলুর এবং এলানের সাথে একাত্মতা প্রকাশ করছে। তারা বাংলাদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানবাধিকার রক্ষায় তাদের জীবন উৎসর্গ করেছেন। এক দশকের অযৌক্তিক হয়রানির পর তাদের সাজা প্রদানের ঘটনা বাংলাদেশ এবং বিশ্বের সকল মানবাধিকার কর্মীদের কাছে একটি শীতল বার্তা পাঠায়। ফোরাম-এশিয়ার নির্বাহী পরিচালক মেরি আইলিন ডিজ-বাকালসো বলেন, ফোরাম-এশিয়া আদিলুর ও এলানের বিরুদ্ধে থাকা সকল অভিযোগ প্রত্যাহার করে তাদের অবিলম্বে মুক্তি দেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে। এই দুই মানবাধিকারকর্মীকে আটকে রাখা বাংলাদেশের আন্তর্জাতিক সুনামকে আরও কলঙ্কিত করবে। আমরা বাংলাদেশ সরকারের প্রতি মানবাধিকারকর্মীদের অধিকার রক্ষার জন্য তার আন্তর্জাতিক প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানাই।

ওই বিবৃতিতে আরও বলা হয় যে, বাংলাদেশ সরকার পূর্ববর্তী পর্যালোচনাগুলির সুপারিশ বাস্তবায়নে কোনও স্পষ্ট পদক্ষেপ নেয়নি। মানবাধিকারকর্মীদের সুরক্ষা এবং ভয়ভীতি বা হয়রানি ছাড়াই কাজ করার পরিবেশ নিশ্চিতের যে সুপারিশ করা হয়েছিল তা নিয়ে বাংলাদেশ পুরোপুরি অমনোযোগী ছিল।
এমন অবস্থায় ফোরাম এশিয়া এবং এর সদস্য সংস্থাগুলি বাংলাদেশ সরকারের কাছে আদিলুর ও এলানকে অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তি দেয়ার পাশাপাশি তাদের বিরুদ্ধে থাকা সকল অভিযোগ বাতিল করার আহ্বান জানায়। আমরা কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি, মানবাধিকারকর্মীদের অধিকারকে যেন সম্মান করা হয় এবং তারা যাতে নিপীড়ন ও প্রতিশোধের ভয় ছাড়াই তাদের কাজ চালিয়ে যেতে পারে তা নিশ্চিত করা হয়। পাশাপাশি মানবাধিকার নিয়ে কাজ করাকে অপরাধীকরণ করা থেকে বিরত থাকার পরিবর্তে নাগরিকদের মৌলিক অধিকার- যেমন, মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারগুলি সমুন্নত রাখতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো।

ওই বিবৃতিতে স্বাক্ষর করা মানবাধিকার সংস্থাগুলো হচ্ছে, কম্বোডিয়ান হিউম্যান রাইটস এন্ড ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশন, আওয়াজ ফাউন্ডেশন পাকিস্তান: সেন্টার ফর ডেভেলপমেন্ট সার্ভিস, বালাওদ মিন্দানাউ- ফিলিপাইন, বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চ – ভারত, বীর দুইনো- কিরগিজস্তান, বাইটস ফর অল, সেন্টার ফর হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট, সিভিল সোসাইটি এবং হিউম্যান রাইটস নেটওয়ার্ক, ডিফেন্স অফ হিউম্যান রাইটস, এশিয়ান ফোরাম ফর হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইটস মেজারমেন্ট ইনিশিয়েটিভ, ইন্টারন্যাশনাল লিগ্যাল ইনিশিয়েটিভ পাবলিক ফাউন্ডেশন, ইনফর্মাল সেক্টর সার্ভিস সেন্টার, কারাপাটান অ্যালায়েন্স ফিলিপাইন, কাজাখস্তান ইন্টারন্যাশনাল ব্যুরো ফর হিউম্যান রাইটস অ্যান্ড রুল অফ ল, কম্বোডিয়ান লীগ ফর দ্য প্রমোশন অ্যান্ড ডিফেন্স অফ হিউম্যান রাইটস, মালদ্বীপস ডেমোক্রেসি নেটওয়ার্ক, ন্যাশনাল সেন্টার অ্যাগেইনস্ট ভায়োলেন্স, ফিলিপাইন অ্যালায়েন্স অফ হিউম্যান রাইটস অ্যাডভোকেটস, পিপলস ওয়াচ, ফিলরাইটস, পিপলস সলিডারিটি ফর পার্টিসিপেটরি ডেমোক্রেসি, পাবলিক অ্যাসোসিয়েশন ‘ডিগনিটি’, পুসাত কোমাস, টাস্ক ফোর্স ডিটেনিস অফ ফিলিপাইন্স, থিংক সেন্টার এবং ওমেনস রিহ্যাবিলিটেশন সেন্টার।

সুত্র: মানবজমিন

0 comment

পররাষ্ট্র সচিবের সঙ্গে উজরা জেয়ার বৈঠক

দৈনিক ঢাকা সংবাদ 19/09/2023

বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের নাগরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। বৈঠকে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং মত প্রকাশের স্বাধীনতার বিষয়টির গুরুত্ব নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

বৈঠকটি ফলপ্রসূ দাবি করে নিজের ফেরিফায়েড অ্যাকাউন্টে একটি টুইট (বর্তমানে এক্স) করেছেন উজরা জেয়া। সেই সঙ্গে দুই জনের একটি ছবিও যুক্ত করেছেন তিনি।

পোস্টে মার্কিন আন্ডার সেক্রেটারি লিখেছেন, জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মতপ্রকাশের স্বাধীনতার গুরুত্ব, রোহিঙ্গাদের প্রতি অব্যাহত মানবিক সমর্থন এবং তাদেরকে আশ্রয় দানকারীদের বিষয়ে আবারও বৈঠকে প্রশংসা করা হয়েছে।

0 comment

সোনালী রোদ

দৈনিক ঢাকা সংবাদ 19/09/2023

সোনালী রোদ
লেখক: শামীম রেজা

সকালবেলা সোনালী রোদে
মন আমার যায় ভুলে
হালকা হালকা কুয়াশাতে
রোদের ঝিলিক আসছে ফাঁকে
মন ভরে যায় এক নিমিষে।

শিশির ভেজা ঘন কুয়াশা
সূর্যের কিরণ ভাসা ভাসা
হালকা শীতের উষ্ণ ছোঁয়ায়
মন ভরে যায় ভালোবাসায়।

সবুজ ঘাসে শিশির ঝরে
গ্রাম গঞ্জে উৎসব মেতে
শীতের দমকা হাওয়া
প্রাকৃতির ভালোবাসা
মনে লেগে যায়।

0 comment

জমে উঠেছে চৌগাছার ৩০০ বছরের ঐতিহ্যবাহী পীর বলুহ্ মেলা।

দৈনিক ঢাকা সংবাদ 18/09/2023

 যশোরের চৌগাছার ঐতিহ্যবাহী পীর বলুহ্ মেলা জমে উঠেছে।প্রতিবছরের ন্যায় ভাদ্র মাসের শেষ মঙ্গলবার মেলা শুরুর প্রথম দিন থেকে দর্শনার্থী ও পীর বলুহ (রঃ) ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে।

এ মেলায় খুলনা সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, ঢাকা, বগুড়া, রাজশাহী, মাগুরা, ঝিনাইদাহ, নড়াইলসহ বিভিন্ন জেলা উপজেলা থেকে হাজারের বেশি ষ্টল মেলায় বসানো হয়েছে।

মহাকবি মাইকেল মধূসুদনের কপোতাক্ষ নদীর তীরে যশোর জেলার সীমান্তবর্তী উপজেলার হাজরাখানা গ্রামে পীর বলুহ মাজারকে ঘিরে এ মেলা অনুষ্ঠিত হয়।জাতীয় মেলা তালিকায় এ মেলা ২৯তম।

প্রায় ৩শ বছর ধরে বাংলা সনের ভাদ্র মাসের শেষ মঙ্গলবার আসলে এ মেলা শুরু হয়। চলে সপ্তাহব্যাপী।হাজরাখানা গ্রামের মারজন আলী বলেন, বলুর মাজার শরীফে এক শ্রেণির মানুষ গরু, ছাগল, হাস, মুরগী বিভিন্ন ফল মানত করে আর এ সময়ে তা পরিশোধ করে যায়।পীর বলু (রঃ)। তিনি আলৌকিক ক্ষমতার অধিকারী।তিনি মুখে যা বলতেন তাই হতো।

কিন্তু তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি মূহুর্ত ছিল রহস্যের জালে ঘেরা।

মাঠ চাকলা গ্রামের ৮৫ বছরের বৃদ্ধ হযরত মিয়া বলেন, তিনি চৌগাছার যাত্রাপুর গ্রামে এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছুটি বিশ্বাস।তিনি বাবা দাদাদের কাছ থেকে শুনেছেন আজ থেকে প্রায় ৪শ বছর আগে তিনি  জন্মগ্রহণ করেন।  

পীর বলুহ দেওয়ানের কিংবদন্তী আছে তার বয়স যখন ১০/১২ বছর তখন তিনি একদিন তার বাবার কাছে আবদার করেন মাঠে গরু চরাতে যাবেন। পরে বাবার অনুমতি নিয়ে তিনি গরু চরাতে যান পাশেই ব্যাদন বিলের মাঠে।পীর বলুহ দেওয়ান তার গরুগুলো অপর একজনের ফসলের ক্ষেতে ছেড়ে দিয়ে একটি গাছের নিচে চুপ করে বসে ছিলেন। পরে ক্ষেত মালিক বিষয়টি জানতে পেরে গুরুর পাল নিয়ে খোয়াড়ের দিকে যায়।বলুহ এ অবস্থা দেখে গরুগুলোকে বক বানিয়ে দূরে একটি গাছে বসিয়ে রাখেন।

তারপর ছোট্ট বলুহ তার মামার বাড়ি হাজরাখানায় চলে আসেন।পীর বলুহ দেওয়ানের মামার আর্থিক অবস্থা ভাল না থাকায় তিনি অন্যের বাড়িতে দিন মজুরের কাজ করতেন।একদিন তার গৃহস্থ তাকে মাঠে গিয়ে সরিষা মাড়াই করতে বলেন, তিনি মাঠে গিয়ে সরিষা মাড়াই না করে সরিষার গাদায় আগুন ধরিয়ে দেন।গৃহস্থ জানতে পেরে মাঠে গিয়ে বলুহকে বকাবকি করেন। বলুহ হেসে গৃহস্থকে বলেন সরিষা নষ্ট হয়নি। পরে ছাই উড়িয়ে দেখেন সরিষার দানা ঠিকই আছে।

এমনি ভাবে তার আলৌলিক ঘটনা ঘটতে থাকলে বলুহ অত্র এলাকায় পীর হিসেবে পরিচিতি পান। বলুহ মেলা হচ্ছে ঐতিহ্যবাহী একটি মেলা। এ বছর অন্য বছরের তুলনায় মেলার প্রত্যহ দিনই লাখ লাখ দশনার্থীর ভিড়।

স্টাফ রিপোর্টারঃ সাইবুর রহমান সুমন:

0 comment
  • 1
  • 2
  • 3
  • …
  • 230

সর্বাধিক পঠিত

  • সোনালী রোদ

  • বাংলাদেশ ছাড়াও যে ৫ দেশে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র

  • জমে উঠেছে চৌগাছার ৩০০ বছরের ঐতিহ্যবাহী পীর বলুহ্ মেলা।

  • বিয়ের জন্য আমার বয়স এখনো কম: রাশমিকা

  • আদিলুর-এলানের মুক্তি দাবিতে ২৭ আন্তর্জাতিক মানবাধিকার সোচ্চার

  • ইবনে সিনার লভ্যাংশ ঘোষণা

mujib-shoto-borsho
Facebook

সর্বশেষ খবর

  • খালেদা জিয়াকে বিদেশ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে হবে: আইনমন্ত্রী

  • নিউজিল্যান্ডের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ

  • বাংলাদেশ ছাড়াও যে ৫ দেশে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র

  • যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: প্রধানমন্ত্রী

  • ভিসানীতি প্রয়োগ শুরু, তালিকায় কারা আছেন জানাল যুক্তরাষ্ট্র

  • নাহি অ্যালুমিনিয়ামের পর্ষদ সভা ২৬ সেপ্টেম্বর

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা

সম্পাদক ও প্রকাশকঃ মো: মুস্তাকিম হোসেন।
মোবাইলঃ 01948-229951, 01948-229950
ই-মেইলঃ dhakasangbad22@gmail.com
ঠিকানাঃ সবুজ নীল টাওয়ার, শাহ কবির মাজার রোড, চালাবন,দক্ষিন খান, উত্তরা, ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৩ দৈনিক ঢাকা সংবাদ।


Back To Top
Dhaka Sangbad | The Best Newspaper Everyone in Bangladesh
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • ইসলাম
  • খেলাধুলা
  • চাকরি
  • লাইফ স্টাইল
  • বিনোদন
  • অপরাধ
  • শেয়ারবাজার
    • লেনদেন
    • বোর্ড সভা
    • আইপিও / রাইট
    • পিএসআই
    • এজিএম / ইজিএম
    • লভ্যাংশ
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • গল্প-কবিতা
    • সংস্কৃতি
    • জ্ঞানের ভুবন
    • পরামর্শ
    • ভাইরাল
    • মতামত
    • সম্পাদকীয়
    • সাক্ষাৎকার
    • ভিডিও