টেকনো ড্রাগস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের মূল্য নির্ধারণের লক্ষ্যে রোডশো অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (১৪ অক্টোরব) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টেকনো ড্রাগস লিমিটেড।
এতে বলা হয়েছে, ২০০৯ সালে প্রতিষ্ঠিত কোম্পানিটি বাংলাদেশ সরকারের সবচেয়ে বড় ইনজেকশনযোগ্য হরমোন ওষুধ সরবরাহকারী। টেকনো ড্রাগস লিমিটেড দেশের প্রথম এবং একমাত্র গর্ভনিরোধক ইমপ্লান্ট প্রস্তুতকারী কোম্পানি এবং বিশ্বব্যাপী মাত্র পাঁচটি কোম্পানির মধ্যে একটি। এছাড়াও টেকনো ড্রাগস লিমিটেড বাংলাদেশে অনকোলজি মেডিসিন তৈরির অন্যতম পথিকৃৎ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৪ সালে এই কোম্পানিটি ওষুধ রফতানিতে চতুর্থ স্থান অর্জন করেছিল প্রতিষ্ঠানটি। এছাড়া ২০১৫ ও ২০১৬ সালে তৃতীয় স্থান অর্জন করেছিল। কোম্পানিটি ২০১৭ সালে জার্মানিতে এআরসিএইচ অব ইউরোপ-২০১৭ এর গোল্ড ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছিল।
কোম্পানির পরিচালনা পর্ষদ নতুন মেশিনারি ক্রয় ও স্থাপনা, বিএমআরআই, ভবন নির্মাণ ও আংশিক ঋণ পরিশোধের প্রয়োজনে বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে বাজার থেকে পুঁজি উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছে বলেও জানানো হয়েছে।
এছাড়া, প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর আরিফিন রাফি আহমেদ শেয়ার বাজারে সঠিকভাবে পুঁজি বিনিয়োগের বিষয়ে বক্তব্য রাখেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, প্রস্তাবিত এই প্রাথমিক গণপ্রস্তাবের ইস্যু ব্যবস্থাপনা করবে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড ও ই.বি.এল ইনভেস্টমেন্টস লিমিটেড। রেজিস্ট্রার টু দ্য ইস্যু হিসেবে দায়িত্ব পালন করবে বি.এম.এস.এল ইনভেস্টমেন্টস লিমিটেড। এছাড়া ইস্যুটির আন্ডাররাইটার হিসেবে দায়িত্ব পালন করবে ই.বি.এল ইনভেস্টমেন্টস লিমিটেড ও বি.এম.এস.এল ইনভেস্টমেন্টস লিমিটেড।