ঢাকা সংবাদ ডেস্কঃ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচকও লেনদেন দুটোই কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইর প্রধান সূচক আগের দিনের থেকে ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৯২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪০৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক .৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৩৫০ পয়েন্টে।
আজ বাজারে মোট ৩৫৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার মধ্যে দাম বেড়েছে ১৩৭ টির, দাম কমেছে ১৯৬ টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৩৫ টির।
সারাদিনে ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮৩৬ কোটি ৪০ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ২ কোটি ৭৯ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৮৩৩ কোটি ৪৩ লাখ টাকার।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ২৮ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ১৭ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা সংবাদ.কম/এসআর
আরও পড়তে পারেন……