ঢাকা সংবাদ প্রতিবেদনঃ সেবা ও আবাসন খাতের কোম্পানি সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের ঋণমান অবস্থান (ক্রেডিট রেটিং) নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটি রেটিং পেয়েছে ‘এএ২’। ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২৮ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত ব্যাংক ঋণের অবস্থা এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের আলোকে এ রেটিং দিয়েছে সিআরএবি।
‘এ’ ক্যাটেগরির কোম্পানিটি ২০০৮ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। ৩০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ২৩৬ কোটি ৯০ লাখ টাকা। রিজার্ভের পরিমাণ ৫৪৮ কোটি ৮২ লাখ টাকা। কোম্পানিটির ২৩ কোটি ৬৮ লাখ ৬৭ হাজার ১২৩ শেয়ার রয়েছে। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৫৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক ১৩ দশমিক ৫৯ শতাংশ, বিদেশিদের কাছে তিন দশমিক ৮১ শতাংশ এবং ২৩ দশমিক ৬০ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর কাছে।
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ২০২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ২২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৯ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় ইপিএস বেড়েছে ১৩ পয়সা। আর প্রথম দুই প্রান্তিক বা ছয় মাসে (জুলাই-ডিসেম্বর, ২০২১) ইপিএস হয়েছে ৪৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪১ পয়সা। এছাড়া ২০২১ সালের ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৩ টাকা ৫৯ পয়সা, যা ২০২১ সালের ৩০ জুনে ছিল ৩৩ টাকা ৫২ পয়সা। আর প্রথম দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ দাঁড়িয়েছে ৭৪ পয়সা; অথচ আগের বছরের একই সময়ে ছিল ৯২ পয়সা।
দৈনিক ঢাকা সংবাদ.কম/এসআর
আরও পড়ুন……