দৈনিক ঢাকা সংবাদ: সানি দেওল অভিনীত সিনেমা ‘গদর-২’ মুক্তি পেয়েছে গত সপ্তাহে। মুক্তির পর ভারতের বক্স অফিসে ঝড় তুলেছে ‘গদর-২’। এ সিনেমার ব্যবসা নিয়ে শুরু থেকে খুব বেশি উৎসাহ ছিল না চলচ্চিত্র বোদ্ধাদের। সেখানে সিনেমা বিশেষজ্ঞদের রীতিমতো চমকে দিয়েছে এ সিনেমার ব্যবসা। রবিবার (১৩ আগস্ট) পর্যন্ত বক্স অফিসে সিনেমাটি প্রায় ১৩৫ কোটি রুপি ব্যবসা করেছে।
সিনেমার ব্যবসার দিকে একটু নজর দেওয়া যাক। মুক্তির প্রথম দিনে ‘গদর-২’সিনেমার ব্যবসার পরিমাণ ছিল ৪০ কোটি রুপি। শনিবার সেই অংক দাঁড়িয়েছে ৪৩ কোটি রুপিতে। রবিবার (১৩ আগস্ট) সিনেমাটি হাফ সেঞ্চুরি পেরিয়েছে! ব্যবসার পরিমাণ ৫১ কোটি ৭০ লাখ রুপি। তৃতীয় দিনে এ সিনেমা ৫০ কোটি রুপির বেশি ব্যবসা করে অনেককেই চমকে দিয়েছে।
এ সিনেমার সাফল্যের জন্য যেখানে পর্দায় সানি দেওলের ‘ম্যাজিক’কে কৃতিত্ব দিয়েছেন দর্শক, সেখানে স্বয়ং সানি কিন্তু অন্য কথা বলছেন। ঘনিষ্ঠ মহলে সানি বলেছেন যে, এ সিনেমার সাফল্যের কৃতিত্ব তার পুত্রবধূ দৃশা আচার্যকে দিতে চান। সম্প্রতি ছেলে করণ দেওলের বিয়ে হয়েছে।
করণের স্ত্রী দৃশা পরিবারে আসার পর সব কিছু বদলে গিয়েছে বলেই মনে করছেন সানি। কারণ করণের বিয়েতে হেমা মালিনীর পরিবার উপস্থিত না থাকায় বিতর্ক দানা বাঁধে। কিন্তি ‘গদর-২’-কে কেন্দ্র করে সম্প্রতি মালিনী-কন্যা এষার সঙ্গে সানির দূরত্ব মিটেছে। দাদার সিনেমার বিশেষ প্রদর্শনের ব্যবস্থা করেছিলেন এষা।
পূত্রবধূকে ‘সংসারের লক্ষ্ণী’ হিসেবেই উল্লেখ করেছেন সানি। অভিনেতার মতে, দৃশা আসার পর দেওল পরিবারে সব কিছুই ভালো হচ্ছে। ‘গদর-২’সিনেমার সাফল্যের পর সানি এখন আরও বেশি সিনেমা করার ইচ্ছা প্রকাশ করেছেন বলেও জানা গেছে। এদিকে ভক্তরা সানি দেওলের এ সিনেমাটি প্রাণ ভরে উপভোগ করছেন।
দৈনিক ঢাকা সংবাদ.কম/এসএম
আরও পড়তে পারেন…