সহকারী প্রকৌশলী পদে ১০ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (ইজিসিবি)। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/সিভিল)
পদসংখ্যা: ১০
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইইই/ইইসিই/এমই/সিভিল বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি প্রাপ্ত প্রার্থীদের আবেদন গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং সিস্টেমে পাসের ক্ষেত্রে ৫–এর স্কেলে ন্যূনতম ৩ এবং ৪–এর স্কেলে ন্যূনতম ২.৫ প্রাপ্ত হতে হবে।
চাকরির ধরন: প্রাথমিকভাবে তিন বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। সন্তোষজনক কর্মসম্পাদনের ভিত্তিতে চাকরির চুক্তি পর্যায়ক্রমে ৬০ বছর বয়স পর্যন্ত নবায়নযোগ্য।
কর্মস্থল: ইজিসিবির অধীন যেকোনো এলাকায় বিদ্যুৎকেন্দ্র/স্থাপনা/প্রকল্প।
বেতন: মাসিক মূল বেতন ৫২,০০০ টাকা। এ সঙ্গে বাড়িভাড়া–ভাতাসহ অন্যান্য সুযোগ–সুবিধা দেওয়া হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ২৭ নভেম্বর ২০২৩, বিকাল ৪টা পর্যন্ত।