দৈনিক ঢাকা সংবাদ: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৬টি সোনার বারসহ শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক সদস্যকে আটকের খবর পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে ওই সদস্যের পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে তাকে আটক করা হয়।
এক খুদেবার্তায় বিমানবন্দরের পদায়িত শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. সালাম জানান, আজ (সোমবার) সকালে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়ার জি-৯৫২৬ ফ্লাইটের এক যাত্রীর কাছে থাকা কিছু সোনার বার ওয়াশরুমে হাত বদল হবে মর্মে শুল্ক গোয়েন্দা সংস্থার কাছে তথ্য আসে। পরে ওয়াশরুমে পরিত্যক্ত অবস্থায় ডাস্টবিন থেকে ৬টি সোনার বার উদ্ধার করে শুল্ক গোয়েন্দা।
এ বিষয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রামের অতিরিক্ত মহাপরিচালক বশীর আহমেদ এবং সহকারী পরিচালক আবদুল মতিন তালুকদারের মুঠোফোনে বেশ কয়েকবার ফোন দিলেও তারা রিসিভ করেননি।
শাহ আমানত বিমানবন্দরের পরিচালক জিপি ক্যাপ্টেন তাসলিম আহমেদ জাগো নিউজকে বলেন, বিমানবন্দরে সোনার বার উদ্ধারের কথা শুনেছি। যতটুকু শুনেছি বিমানবন্দরের ওয়াশরুম থেকে একজন সোনার বার নিয়ে এসেছেন। যেহেতু সরকারি কর্মকর্তা, এ বিষয়ে তদন্ত ছাড়া মন্তব্য করা যাবে না।
নাম প্রকাশ না করার শর্তে কাস্টমসের আরেক কর্মকর্তা বলেন, বিমানবন্দরে ৬টি সোনার বার উদ্ধার হয়েছে। বিষয়টি এখনো তদন্তাধীন। আপাতত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।
দৈনিক ঢাকা সংবাদ.কম/এসএম
আরও পড়তে পারেন…