দৈনিক ঢাকা সংবাদ: মৌসুমের প্রথম দুই ম্যাচে হারের পর স্বরূপে দেখা দিলো আল নাসর। প্রতিপক্ষকে রীতিমতো দুমড়ে-মুচড়ে দিয়ে জয়ের ধারায় ফিরলো তারা। সেই জয়টা আবার এসেছে দলের সেরা দুই বিদেশি তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো আর সাদিও মানের হাত ধরে।
রোনালদো করেছেন দুর্দান্ত এক হ্যাটট্রিক, সাদিও মানে জোড়া গোল। সৌদি প্রো লিগে শুক্রবার আল নাসর ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে আল ফাতেহকে।
দৈনিক ঢাকা সংবাদ.কম/এসএম
আরও পড়তে পারেন…