নাটোর প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাটোর জেলা জামায়াতের নায়েবে আমির ও নাটোর সদর ২ আসনের জামায়েত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক ইউনুস আলী বলেন বাংলাদেশ যে যত বড় নেতা সে তত বড় চোর, গরিব বা অসহায় মানুষের ক্ষমতা নেই কারো থেকে এক লাখ টাকা মেরে খাওয়া, আর কলমের খোঁচা দিয়ে শিক্ষিত চোরেরা লক্ষ লক্ষ টাকা চুরি করে বিদেশে পাচার করে।
বৃহস্পতিবার বিকেলে কাফুরিয়া ডিগ্রী কলেজের হলরুম এ কাফুরিয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদ এর উদ্যোগে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ,বৃক্ষরোপণ ও পরিচিতি অনুষ্ঠানে মো: আতাউর ইসলাম এর সভাপতিত্বে, অধ্যাপক রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবং অনুষ্ঠান শেষে কাফুরিয়া ডিগ্রী কলেজ প্রাঙ্গনে অধ্যাপক ইউনুস আলী একটি বকুল ফুলের চারা রোপন করেন,
প্রতিষ্ঠান সভাপতি মোঃ জহুরুল ইসলাম বাবু বলেন কাফুরিয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদ একটি মানবকল্যাণ মুখী প্রতিষ্ঠান ও আমাদের কার্যক্রম ১। বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল এর আয়োজন ২। আধুনিক ও সুনাগরিক তৈরীর লক্ষ্যে আধুনিক দ্বীনি প্রতিষ্ঠান গড়া ৩। গরিব দুস্থ রোগীদের চিকিৎসা সহায়তা করা ৪। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা করা ৫। ঐতিহাসিক ইসলামিক দিবস সমূহ উদযাপন করা ৬। মাদক মুক্ত সমাজ বিনির্মাণ করা ৭। ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি ৮। বেকারদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান এর ব্যবস্থা করা
এ সময় উপস্থিত ছিলেন উক্ত পরিষদের সেক্রেটারি মো: ইয়াহিয়া আলী, অর্থ সম্পাদক মোঃ আব্দুর রশিদ এছাড়াও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সকল দায়িত্বশীল বৃন্দ ও উপস্থিত ছিলেন কাফুরিয়া ইউনিয়নের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিরা।