ঢাকা সংবাদ ডেস্কঃ মেঘনা ইন্স্যুরেন্সের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন চলছে। কোম্পানিটির আইপিও আবেদন শেষ হবে আগামী ১৮ মে বুধবার। কোম্পানিটি গত ১১ মে, বুধবার আইপিও আবেদন গ্রহণ শুরু করেছিল। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত ১০ মার্চ মেঘনা ইন্স্যুরেন্সের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন করেছে।
সূত্র জানায়, মেঘনা ইন্স্যুরেন্স প্রতিটি ১০টাকা মূল্যে ১ কোটি ৬০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ১৬ কোটি টাকা উত্তলন করবে। তা দিয়ে সরকারি সিকিউরিটিজ ক্রয় স্থায়ী আমানতে বিনিয়োগ এবং প্রাথমিক গণ প্রস্তাবের খরচ খাতে বায় করবে।
কোম্পানিটির ৩১ শে মার্চ ২০২১ তারিখে সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুনঃমূল্যায়ন ছাড় এনএভি ১৬.৪১ টাকা (কোম্পানিটি কোন সম্পদ পুনঃমূলায়ন করেনি) ও শেয়ার প্রতি আয় ১.৮৩ টাকা (৩১ শে মার্চ, ২০২১ পর্যন্ত তিন মাস) এবং বিগত ০৫(প) বছরের ভারিত গড় হারে শেয়ার প্রতি আয় .৫৬ টাকা।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনারস ইনভেস্টমেক্টস লিমিটেড, প্রাইম ব্যাংক ইনভেস্টসেন্ট লিমিটেড ও ইউসিবি ইনভেন্টমেন্ট লিমিটেড।
ঢাকা সংবাদ.কম/এসআর
আরও পড়ুন……