ঢাকা সংবাদ প্রতিবেদনঃ সারা বিশ্বের সব নাগরিক কে জেলেনস্কি বলেন,, ইউক্রেনের বন্ধুসহ যারা শান্তি ও গণতন্ত্রে বিশ্বাসী তারা ইউক্রেনের সঙ্গে যোগ দিন। ইউরোপসহ বিশ্ববাসীকে রুশ আগ্রাসনের বিরুদ্ধে যোগ দিতে পারেন।
এর আগে ইউক্রেনের পাশে দাঁড়াতে স্বেচ্ছাসেবক হতে ইচ্ছুক বিদেশিদের জন্য একটি আন্তর্জাতিক ‘সৈন্য দল’ গঠন করা হচ্ছে বলে জানিয়েছে কিয়েভ।
বিবৃতিতে বলা হয়েছে, যারা যোগদান করতে ইচ্ছুক তাদের দেশে ইউক্রেনের দূতাবাসের প্রতিরক্ষা বিভাগে যোগাযোগ করতে হবে।ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবাও এই আহ্বান জানিয়েছেন।
ইউক্রেনীয় নেতারা বলেন, এটি ইউক্রেনের জন্য আপনার সমর্থনের প্রধান প্রমাণ হবে। এদিকে ইউক্রেনে চলমান সামরিক অভিযান আরও জোরদার করতে সশস্ত্র বাহিনীকে নির্দেশ দিয়েছে রাশিয়া।
পুতিনের নির্দেশে গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেন রুশ সৈন্যরা। ইতিমধ্যে ইউক্রেনের বিভিন্ন অংশ দখলে নিচ্ছে তারা।
রোববার ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে ঢুকে পড়েছে রুশ সেনারা। ইউক্রেনের সেনাবাহিনীর সঙ্গে তাদের তুমুল লড়াই চলছে।
দৈনিক ঢাকা সংবাদ.কম/এসআর
আরও পড়তে পারেন……