ফজলুর রহমান,নিজস্ব সংবাদদাতাঃ নাটোরের বাগাতিপাড়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়নের কর্মীদের নিয়ে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার ৫ নং ফাগুয়ারদিয়াড় ইউনিয়ন জামায়াতের আয়োজনে সাইলকোনা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা কর্মপরিষদের সদস্য লালপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমীর এবং নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে বাগাতিপাড়া জামায়াতে ইসলামীর যুব বিভাগের সেক্রেটারি জহুরুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্বে করেন ফাগুয়ারদিয়াড় ইউনিয়ন জামায়াতের আমির আমজাদ হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শুরা ও কর্মপরিষের সদস্য ও দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান, বাগাতিপাড়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা এ কে এম আফজাল হোসেনসহ অত্র ইউনিয়নের জামায়াত ও অঙ্গ সংগঠনের নেতারা।