পূর্বাচল গলানে অনেকটা প্রকাশে চলছে ইয়াবা বেচাকেনা। কেউ মুখ খুললে চলে হেনস্তা, মারধর, দেওয়া হয় হত্যার হুমকি। এমন পরিস্থিতিতে অসহায় পূর্বাচল গলান এলাকার সাধারণ মানুষ।
তথ্য অনুসন্ধানে জানা যায়, আওয়ামী লীগ নামধারী জুয়েল মৃধা ও সবুজ মুন্সির ছত্র ছায়ায় মাদক ব্যবসায়ী শাহীন তার প্রথম স্ত্রী ও মামুন মিয়ার সহযোগিতায় ইয়াবা ব্যবসার রাজত্ব গড়ে তুলেছে। মাদক ব্যবসায়ী শাহীন মিয়ার নামে গাজীপুর ও নারায়ণগঞ্জে বেশ কয়েকটি অস্ত্র মাদক মামলা রয়েছে। গলান এলাকায় ইয়াবা বিক্রির কথা সবাই জানলেও এ কাজে বাধা দেওয়ার কেউ নেই। গলান থেকেই পূর্বাচল বিভিন্ন সেক্টরে ইয়াবা ব্যবসার নিয়ন্ত্রণ হয় বলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মাদক সেবী জানান।
মাদকের ভয়াল গ্রাসে এলাকায় ডাকাতি চুরি ও অন্যান্য অপরাধ চরমভাবে বৃদ্ধি পেয়েছে। এসব অপরাধের পশ্চাতে পশ্চাতে মূলত মাদকদ্রব্যই দায়ী। মাদকদ্রব্যের বা নেশার টাকা জোগাড় করতে অনেক ভালো পরিবারের সন্তানরাও বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়ছে। অবিলম্বে পরিস্থিতি যদি সামাল দেয়া না যায় তাহলে সামাজিক অবস্থার যে মারাত্মক বিপর্যয় ঘটছে তা দিনদিন ভয়াবহ রূপ ধারণ করবে।