রাজধানীর মোহাম্মদপুরে দিনে-দুপুরে নেসলে কোম্পানির গাড়ি আটকিয়ে ১১ লাখ ৮৫ হাজার টাকা ডাকাতির ঘটনায় মো. মনির পালোয়ান নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (২৩ অক্টোবর) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম।
ভুক্তভোগী সাইফুল জানান, ঘটনার দিন সকাল ৯টা ৫০ মিনিটের দিকে পেছন থেকে দুটি মোটরসাইকেলে করে ৬ জন ছিনতাইকারী এসে গাড়ির লুকিং গ্লাস ভাঙচুর করে। এ সময় তারা দুটি মোটরসাইকেল নিয়ে আমাদের গাড়ির সামনে চলে আসে। গাড়ি থামালে তারা চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে গাড়ির কাচ ভাঙচুর করে এবং আমাদের কোপ দেয়। তাদের কোপে আমি পড়ে গেলে তারা ব্যাগে থাকা অফিসের টাকা এবং আমার পকেটে থাকা টাকা নিয়ে চলে যায়।
সাইফুল ইসলাম বলেন, ব্যাগে অফিসের ১১ লাখ ৮৫ হাজার টাকা ও ১৭ হাজার টাকার চেক ছিল। সম্পূর্ণ টাকা ও চেক নিয়ে চলে যায় ছিনতাইকারীরা।