সাভারের নয়ারহাটে অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) -এ আজ শনিবার (২রা নভেম্বর, ২০২৪ ইং) নিটার ডিবেটিং সোসাইটি কর্তৃক আয়োজিত ডিবেট প্রিমিয়ার লীগের ফাইনাল অনুষ্ঠিত হয়।
আজ শনিবার (২রা নভেম্বর, ২০২৪ ইং) নিটার কনফারেন্স রুমে দুপুর দুইটায় উক্ত প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় অ্যাডজুকেটর হিসেবে উপস্থিত ছিলেন নিটারের ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এর বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) রায়হান আহমেদ জয়, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আলভি আল সৃজন এবং নিটারের প্রাক্তন শিক্ষার্থী সোলায়মান হাওলাদার।
প্রতিযোগিতায় লজিক লিজেন্ডস ও লজিক্যাল ডাইনামাইট ফাইনালে উত্তীর্ণ হয়। “এই সংসদ আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলার কে বিট কয়েন দিয়ে প্রতিস্থাপন করবে” – এই মোশনে পক্ষ দল ছিলো লজিক লিজেন্ডস এবং বিপক্ষ দল ছিলো লজিক্যাল ডাইনামাইট।
লজিক্যাল ডাইনামাইট চ্যাম্পিয়ন হওয়ার সম্মান অর্জন করে এবং রানার্সআপ হয় লজিক লিজেন্ডস। ডিবেট প্রিমিয়ার লীগের ডিবেট অফ দ্যা ফাইনাল নির্বাচিত হয় হিমেল বিশ্বাস এবং ডিবেটর অফ দ্যা টুর্নামেন্ট হিসেবে নির্বাচিত হয় তানজিদ মাহমুদ।
সবশেষে অ্যাডজুকেটর এবং ক্রমান্বয়ে বিজয়ীদের হাতে সম্মাননা
স্মারক তুলে দেয়া হয়। এছাড়াও পরিচালনার দায়িত্বরত সকল ভলান্টিয়ারদের সম্মাননা হিসেবে সার্টিফিকেট প্রদান করা হয়। উক্ত ডিবেট প্রিমিয়ার লীগ-২০২৪ এর মিডিয়া পার্টনার হিসেবে ছিলো নিটার সাংবাদিক সমিতি, ফটোগ্রাফি পার্টনার হিসেবে ছিলো নিটার ফিল্ম এন্ড ফটোগ্রাফি সোসাইটি এবং গুডউইল পার্টনার হিসেবে ছিলো নিটার গেইমস এন্ড স্পোর্টস ক্লাব। ক্লাব পার্টনার হিসেবে তাদেরকেও সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
বহুল প্রতীক্ষিত ডিবেট প্রিমিয়ার লীগের ফাইনালে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিলো নজরকাড়া। শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি বিতর্কের মাধ্যমে মুক্তচিন্তায় নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ায় আশাবাদী।