ফজলুর রহমান,নিজস্ব প্রতিনিধি: নাটোর জেলা জজ আদালতের সরকারি কৌসুলী (জিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন এ্যাডভোকেট মো. আবুল কালাম আজাদ চৌধুরী,তিনি জেলার বাগাতিপাড়া উপজেলার জয়ন্তীপুর এলাকার বদিউর রহমানের ছেলে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর শাখার এক আদেশ থেকে এ তথ্য জানা যায়।আদেশে জানানো হয়, পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা ও সততা সম্পর্কে জেলার জেলা ও দায়রা জজ এবং জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে এই আইন কর্মকর্তাকে সাময়িকভাবে নিয়োগ দেয়া হয়েছে। উপ-সলিসিটর (জিপি-পিপি) সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত নিয়োগ আদেশের মধ্যদিয়ে নাটোর জেলা জজ আদালত ছাড়াও জেলা ও দায়রা জজ আদালত এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আগে নিয়োগ করা সব আইন কর্মকর্তার নিয়োগাদেশ বাতিলক্রমে তাদের নিজ নিজ পদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং সেসকল পদে নতুন করে আইন কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে।
এ্যাডভোকেট মো. আবুল কালাম আজাদ চৌধুরী ১৯৮৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়ালেখা শেষ করেন এবং ১৯৯১ সালে আইন পেশায় নিজেকে নিয়োজিত করেন। তখন থেকেই তিনি পুরো জেলায় নিরলস ভাবে আইনী সেবা প্রদান করে যাচ্ছেন। তিনি এর আগেও ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত জিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন।