বাংলাদেশ জামায়াতে ইসলামী দিঘাপতিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে ২৮ অক্টোবর ২০০৬ আওয়ামীলীগ এবং চৌদ্দ দলীয় জোটের লগি বৈঠার তান্ডবের প্রতিবাদে এবং দোষিদের দ্রুত বিচারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয় মাঠে ৩ নং দিঘাপতিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
দিঘাপতিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল করিম নিজামীর সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারী মোঃ আখের আলীর সঞ্চালনায় উক্ত সামাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সকল মতামত ও ভেদাভেদ ভুলে সকলকে ইসলামের সুমহান আদর্শে ঐক্যবদ্ধ হতে হবে। এবং আগামীতে যে জাতীয সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দলকে বিজয় করতে হবে। এবং আগামীর দেশ হবে ইসলামের বাংলাদেশ।তিনি আরো বলেন, সকল দলের দিন শেষ জামায়াতে ইসলামীর বাংলাদেশ। সুতরাং আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।
প্রধান অতিথি বলেন, ২৮ অক্টোবর ২০০৬ সালে পল্টনের বায়তুল মোকারম উত্তর গেটে জামায়াতে ইসলামীর শান্তিপূর্ণ জনসভায় আওয়ামীলীগ সহ চৌদ্দ দলীয় জোটের সন্ত্রাসীরা নারকীয় তান্ডব চালিয়ে তারা জামায়াতে ইসলামীর ১৪ জন নেতা কর্মীকে হত্যা করে এবং শত শত নেতা কর্মীকে নির্মম ভাবে আহত করে। শুধু তাতেই ক্ষান্ত হয়নি জামায়াত নেতা কর্মীদের হত্যা করে তারা লাশের উপর নৃত্য করেছিল। গোটা বিশ্ববাসী তা দেখেছিল।
২৮ অক্টোবরের নারকীয় গণহত্যার সাথে জড়িত খুনিদের বিচারের জন্য সুনির্দিষ্টভাবে মামলা দায়ের করা হয়েছিল। কিন্তু স্বৈরাচারি সরকার সেই মামলা প্রত্যাহার করে বিচারের পথ রুদ্ধ করে খুনিদের রক্ষা করেছিল। আমরা দাবি জানাই ২৮ অক্টোবরের লগি বৈঠার তান্ডবের সাথে জড়িত সকলকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং গণহত্যার সাথে জড়িত দল হিসেবে আওয়ামীলীগ সহ চৌদ্দ দলকে নিষিদ্ধ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর সদর-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মোঃ ইউনুস আলী, জেলা সেক্রেটারী অধ্যাপক সাদেকুর রহমান, সদর থানা জামায়াতের আমীর মাওলানা মীর নুরুন্নবী, সহকারী সেক্রেটারী মাওলানা রুহুল আমীন জিহাদী।
সমাবেশে আরও বক্তব্য রাখেন, সাবেক ছাত্রশিবিরের জেলা সভাপতি মোঃ আলমগীর হোসেন, আলী আল মাসুদ মিলন, মোঃ সাজ্জাদুর রহমান,সদর থানা শাখার সভাপতি মোঃ তালহা মন্ডল ও সেক্রেটারী সোহানুর রহমান সোহান, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সেক্রেটারী আফতাব আলী, ও অধ্যাপক আব্দুস সালামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।