ঢাকা সংবাদ ডেস্কঃ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার লেনদেন করে সব থেকে বেশি দর কমেছে রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির আজ শেয়ার দর আগের দিনের থেকে ৬.৫ শতাংশ কমেছে।
দর কমার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইমাম বাটন। কোম্পানিটির আজ শেয়ার দর আগের দিনের থেকে ৫.৯০ শতাংশ কমেছে।
দর কমার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ফারইস্ট লাইফ। কোম্পানিটির আজ শেয়ার দর আগের দিনের থেকে ৫.৬৫ শতাংশ কমেছে।
দর কমার তালিকায় অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ইয়াকিন পলিমার, ইউনিয়ন ইন্সুরেন্স, আরামিট সিমেন্ট, বিডি থাই ফুড, সমরিতা হসপিটাল, জুট স্পিনার্স এবং গ্রিন ডেলটা ইন্স্যুরেন্স।
ঢাকা সংবাদ.কম/এসআর