সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বৃহস্পতিবার সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা অধ্যাপক ডক্টর সুকোমল বড়ুয়া। এ সময় তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ অন্যান্য রাজনৈতিক নেতাদের সাথেও কুশল বিনিময় করেন তিনি
নিজস্ব প্রতিবেদক: সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোঃ ইউনুস, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান সহ দেশের শীর্ষ রাজনৈতিক সামাজিক ও সরকারের উচ্চপদস্থ ব্যক্তিবর্গের সঙ্গে কুশল বিনিময় করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর সুকোমল বড়ুয়া। গতকাল বৃহস্পতিবার বিকেল তিনটায় সেনাকুঞ্জে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি এ কুশল বিনিময় করেন।
এ সময় সুকোমল বড়ুয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক খোঁজখবর নেন। প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গেও রাষ্ট্রের বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেন তিনি। এ সময় বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান এর সঙ্গে দেশের শান্তি ও সম্প্রীতি নিয়ে কথা বলেন। এছাড়াও তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, স্থায়ীকমিটির সদস্য ডঃ খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ডা: জাহিদ সহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
এছাড়াও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হাসান আরিফ, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদুল ইসলাম, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, আলী ইমাম মজুমদার, প্রবীন আইনজীবী ডক্টর কামাল হোসেন ও ব্যারিস্টার রুমিন ফারহানা সহ অনেকের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।