প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য কমিশনার পদে মনোনয়নের জন্য পাঁচ জনের নাম প্রস্তাব আকারে সার্চ কমিটির কাছে জমা দিয়েছে।বুধবার (৬ নভেম্বর )বিকাল ৩ টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এ তালিকা দেয় বিকল্পধারা বাংলাদেশের পক্ষ থেকে মো. মহসীন চৌধুরী, ওবায়দুর রহমান মৃধা,আমিনুল ইসলাম বুলু । প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনার হিসেবে বিকল্পধারার পাঠানো নামের তালিকায় রয়েছেন- সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্টার,সাবেক সচিব,অধ্যাপক, মানবাধিকার কর্মী ও আইনজীবী । বিকল্পধারার পক্ষ থেকে আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অনুসন্ধান কমিটির সভাপতি বরাবর দলের নির্বাহী প্রেসিডেন্ট মেজর (অবসরপ্রাপ্ত) আবদুল মান্নানের সই করা ফরওয়ার্ডিং লেটারসহ বদ্ধ খামে ৫ জন ব্যক্তির নামের তালিকা ও তাদের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত জমা দেওয়া হয়। বিকল্পধারার পক্ষ থেকে প্রস্তাবিত নামের তালিকা প্রকাশ করবে না বলে জানানো হয়।