ঢাকা সংবাদ ডেস্কঃ সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহজুড়ে শেয়ার লেনদেন করে সব থেকে বেশি দর কমেছে ইন্স্যুরেন্স লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৬.৪৯ শতাংশ।
সাপ্তাহিক দর কমার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্স। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৪.৫৪ শতাংশ।
সাপ্তাহিক দর কমার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স।গত সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৩.৩৩ শতাংশ।
সাপ্তাহিক দর কমার তালিকায় অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- পেনিনসুলা হোটেল, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, বে-লিজিং, সেনাকল্যাণ ইন্স্যুরেন্স, কুইনসাউথ টেক্সটাইল, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম ও ফারইস্ট ইসলামি ইন্স্যুরেন্স।
ঢাকা সংবাদ.কম/এসআর