ঢাকা সংবাদ ডেস্কঃ সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সূচকের সাথে সাথে টাকার অংকে লেনদেনও বেড়েছে। বিগত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক বেড়েছে ২১৩.৫৫ পয়েন্ট এবং লেনদেন বেড়েছে ২৮.৫৫ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ২১৩ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪৫১ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪২.০১ পয়েন্ট বেড়েছ। এবং ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৪৮ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩৫৫ পয়েন্টে উঠেছে।
ডিএসইতে গত সপ্তাহে ৩৯৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার মধ্যে দাম বেড়েছে ৩৫৬টির, দাম কমেছে ২২টির। আর দাম অপরিবর্তিত ছিল ৯টির।
গত সপ্তাহে ডিএসইতে ৩ হাজার ৯২৬ কোটি ১২ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৩ হাজার ৫৪ কোটি ২৩ লাখ ৫৯ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৮৭১ কোটি ৮৮ লাখ ৮৭ হাজার টাকার বা ২৮.৫৫ শতাংশ লেনদেন বেড়েছে।
অন্যদিকে ডিএসইতে বাজার মূলধনেও ইতিবাচক প্রভাব রয়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ১২ হাজার ২৭৪ কোটি ৬৯ লাখ ৬৯ হাজার টাকা বা ২ দশমিক ৪২ শতাংশ বাজার মূলধন বেড়েছে।
সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫০ লাখ ৮ হাজার ২ কোটি ৫০ লাখ ৯০ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫২ লাখ ২ হাজার ৭৭ কোটি ২০ লাখ ৫৯ হাজার টাকায়।
ঢাকা সংবাদ.কম/এসআর
আরও পড়তে পারেন……