দৈনিক ঢাকা সংবাদ: ষড়যন্ত্রকারীরা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত একটি দেশকে পুনর্গঠনে যখন সামনের দিকে এগিয়ে নিচ্ছিলেন, তখনই ষড়যন্ত্রকারীদের বুলেটে তাকে প্রাণ দিতে হয়। সেই ষড়যন্ত্র এখনো থেমে নেই। তেমনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন দেশের অর্থনৈতিক উন্নতি হচ্ছে তখন ষড়যন্ত্রকারীরা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে।
মঙ্গলবার (১০ অক্টোবর) রাতে রাজধানীতে হোটেল ওয়েস্টিনে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবং ঢাকা ওয়াসার মধ্যে নিরাপদ ও টেকসই পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার জন্য দ্বিপাক্ষিক এক সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এসময় ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম, ওয়াসার এমডি তাকসিম এ খান উপস্থিত ছিলেন।
এসময় স্থানীয় সরকারমন্ত্রী জানান, পদ্মা সেতুতে ট্রেন চলাচল দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন নিয়ে আসবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণাঞ্চলকে রেলপথের মাধ্যমে ঢাকার সঙ্গে যুক্ত করেছেন। যোগাযোগ ব্যবস্থার যখন উন্নতি হয় তখন মানুষের জীবনযাত্রার মান এবং অর্থনৈতিক উন্নতি হয়।
প্রধান অতিথির বক্তব্যে তাজুল ইসলাম আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত একটি দেশকে পুনর্গঠনে যখন সামনের দিকে এগিয়ে নিচ্ছিলেন, তখনই ষড়যন্ত্রকারীদের বুলেটে তাকে প্রাণ দিতে হয়। সেই ষড়যন্ত্র এখনো থেমে নেই। তেমনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন দেশের অর্থনৈতিক উন্নতি হচ্ছে তখন ষড়যন্ত্রকারীরা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে।
তিনি আরও বলেন, অর্থনৈতিকভাবে সেই সক্ষম অবস্থায় পৌঁছাতে পেরেছি বলেই সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে কাজ করা সম্ভব হচ্ছে।
মন্ত্রী আশা প্রকাশ করেন যে, এ ধরনের উদ্যোগের ফলে পরিবেশের ভারসাম্যের সঙ্গে মানুষ সুন্দর পরিবেশে বাঁচার সুযোগ পাবে।
দৈনিক ঢাকা সংবাদ.কম/এসএম
আরও পড়তে পারেন…