সাইবুর রহমান সুমন,স্টাফ রিপোর্টারঃ
যশোরের শার্শায় শালকোনায় জসিমের গোয়ালঘর থেকে লাশ উদ্ধার করেছে গোড়পাড়া ফাঁড়ির পুলিশ। নিহত ব্যক্তির নাম মোঃ নজরুল ইসলাম(৪০)। সে ডিহি ইউনিয়নের শালকোনা গ্রামের মৃত ইছাহক মন্ডলের ছেলে এবং তিনি ঐ ওয়ার্ডের আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী ছিলেন।
ঐ গ্রামের চৌকিদার মোঃ রুহুল আমীন জানান, গেল ১৩ আগস্ট রবিবার রাতে তিনি মোড়ের দোকানে স্বাভাবিক অবস্থায় ছিলেন। কিন্তু আজ সকালে নজরুলের মৃত্যুর সংবাদ শুনতে পাই।
তবে এই অস্বাভাবিক মৃত্যুর কারণ সম্পর্কে এলাকাবাসী কিছু জানেন না।
পুলিশ জানায় এই অস্বাভাবিক মৃত্যুর বিষয়ে শার্শা থানায় একটি মিসিং ডায়েরি করা হয়েছে ও মৃতের লাশ ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে।