ঢাকা সংবাদ ডেস্কঃ রাশিয়াকে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে একঘরে করে রাখতে আরও চাপ বাড়ানোর হুংকার দিয়েছে জি-৭। সংস্থাভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সভা শেষে জানানো হয়েছে, ইউক্রেনকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখবেন তারা।
এই যুদ্ধকে গম যুদ্ধ বলে আখ্যা দিয়েছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী।
জার্মানির বাল্টিক সাগরের ঐতিহাসিক রিসোর্ট ওয়েইসেনহাউসে বৈঠকের পর যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, ফ্রান্স, ইতালি, জাপান, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন যৌভভাবে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
যৌভ বিবৃতিতে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা কী এই যুদ্ধ প্রশমনে যথেষ্ট করতে পেরেছি? এটা আমাদের যুদ্ধ নয়, এটা রাশিয়ার প্রেসিডেন্টের যুদ্ধ, কিন্তু আমাদের বৈশ্বিক দায়িত্ব আছে।’
এসময় যতো দ্রুত সম্ভব রাশিয়া থেকে তেল-গ্যাস ও কয়লা আমদানি বন্ধের চেষ্টা করা হবে বলেও জানিয়েছে জি-৭ এর নেতারা।
সূত্র: রয়টার্স
ঢাকা সংবাদ.কম/এসআর
আরও পড়তে পারেন……