ঢাকা সংবাদ ডেস্কঃ শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের শ্বাসরুদ্ধকর ফাইনালে ব্যাটে-বলে জ্বলে উঠলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্যারিবীয় অলরাউন্ডার সুনীল নারিন।
তার অলরাউন্ড নৈপুণ্যেই সাকিব আল হাসানের ফরচুন বরিশালকে এক রানে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা। এর আগে তারা ২০১৫ ও ২০১৯ আসরে শেষ হাসি হেসেছিল।
এবার ফাইনালে ব্যাট হাতে ২৩ বলে ৫৭ রানের দুর্দান্ত ইনিংসের পর বোলিংয়ে ১৫ রানে দুই উইকেট নেওয়া নারিনই পেয়েছেন ম্যাচসেরার স্বীকৃতি।
ফাইনালের সেরা খেলোয়াড় সুনীল নারিন চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেন কুমিল্লা দলের সবাইকে। তিনি বলেন, ‘দর্শকরা যা চেয়েছিল তা পুরোমাত্রায় তারা পেয়েছে। দিনশেষে জয়ী হয়েছে ক্রিকেট। পরেরবার আবার আসব।’
ফাইনালে ব্যাটে-বলে জ্বলে উঠতে না পারলেও আসরজুড়ে দারুণ ধারাবাহিকতার পুরস্কার হিসাবে বরিশাল অধিনায়ক সাকিব হয়েছেন টুর্নামেন্টসেরা। তবে তীরে এসে তরি ডোবায় টুর্নামেন্টসেরার স্বীকৃতিও হাসি ফোটাতে পারেনি সাকিবের মুখে।
একটুর জন্য বিপিএল শিরোপা অধরাই রইল বরিশালের। এক রানে হেরে যাওয়ার পর সাকিবের প্রতিক্রিয়া, ‘দুর্দান্ত একটা ম্যাচ হলো। দুদলই ভুল করেছে। কিন্তু কুমিল্লা শেষ পর্যন্ত মাথাটা ঠান্ডা রেখেছে। কৃতিত্ব ওদের প্রাপ্য।’
ফাইনালের নায়ক নারিনের ৫৭ রানের ইনিংসটি সাজান সমান পাঁচটি করে চার ও ছক্কায়। এরপর বল হাতে তিনি ফেরান দুই স্বদেশি ক্রিস গেইল ও ডুয়ানে ব্রাভোকে। ১৮তম ওভারে মাত্র দুই রান দিয়ে নারিনই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।
ঢাকা সংবাদ.কম/এসআর