দৈনিক ঢাকা সংবাদ: বলিউড অভিনেতা সানি দেওল অভিনীত‘গদর-২’সিনেমার সাফল্যের ইতিহাসে আরও নতুন একটি নতুন অধ্যায় রচিত হলো। সিনেমাটি এরই মধ্যে ১২ দিনে বক্স অফিসে ৪০০ কোটির গণ্ডি ছুঁয়েছে।
এবার ভারতের লোকসভায় দেখানো হচ্ছে বিজেপি সাংসদ সানি দেওলের সিনেমা ‘গদর-২’। সানিসহ বেশ কিছু সাংসদের অনুরোধেই নাকি দেখানো হচ্ছে এ সিনেমা। আগামী ৩ দিন ধরে নতুন সংসদ ভবনে দেখানো হবে সানির সিনেমা।
‘গদর ২’সিনেমার জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত বলেই মনে করছেন নির্মাতা। এ প্রথম নতুন সংসদ ভবনে কোনো সিনেমা দেখানো হচ্ছে। মোট ৫টি শোয়ের আয়োজন করা হয়েছে। নতুন সংসদ ভবনের বালযোগী অডিটোরিয়ামে দেখানো হবে এ সিনেমা। ২৫ আগস্ট থেকে শুরু হয়েছে প্রর্দশন।
২২ বছর আগে তৈরি হয়েছিল ‘গদর— এক প্রেম কথা’। এত বছর পর আবারও সানি এবং অমিশা প্যাটেলের জুটিতে মুগ্ধ হয়েছেন দর্শকরা। গোটা বিশ্বে এ সিনেমার ব্যবসার পরিমাণ প্রায় ৫০০ কোটি ছাড়িয়েছে। সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাড়িতে প্রর্দশিত হয় এ সিনেমা।
সিনেমার সব কলাকুশলীদের সঙ্গে বসে সিনেমাটি দেখেন যোগী। একসঙ্গে ছবিও তোলেন তারা। সেখানে উপস্থিত ছিলেন সিনেমার পরিচালক এবং প্রযোজক অনিল শর্মার ছেলে তথা অভিনেতা উৎকর্ষ শর্মা ও অভিনেত্রী সিমরত কৌরও। যদিও সানি-অমিশা অনুপস্থিত ছিলেন ওই দিন।
দৈনিক ঢাকা সংবাদ.কম/এসএম
আরও পড়তে পারেন…