ঢাকা সংবাদ প্রতিবেদনঃ দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে দেশব্যাপী হরতাল পালন করছে বাম গণতান্ত্রিক জোট। আজ সোমবার (২৮ মার্চ) সকাল ৬টা থেকে পল্টন এলাকাসহ রাজধানীর বিভিন্ন মোড়ে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিলের মাধ্যমে এ হরতাল পালন শুরু করে বাম জোটগুলো। এদিকে হরতালের মধ্যেই রাজধানীতে শুরু হয়েছে যানজট।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে সোমবার সকাল সাড়ে ৬টার দিকে একটি মিছিল নিয়ে শাহবাগে যায় বামপন্থি ছাত্র সংগঠনগুলোর জোট প্রগতিশীল ছাত্রজোট। সেখানে তারা অবস্থান নিয়ে মিছিল করতে থাকেন।
এ সময় তারা হরতালের সমর্থনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বন্ধ করো করতে হবে; দ্রব্যমূল্য কমিয়ে দে, নইলে গদি ছেড়ে দে; দোকানপাট খুলবে না, গাড়ির চাকা ঘুরবে না ইত্যাদি স্লোগান দিতে থাকেন
সোমবার (২৮ মার্চ) সকালে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচক্করে এমন চিত্র দেখা যায়। সকাল থেকেই অফিসগামী ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের যানবাহনের জন্য অপেক্ষা করতে দেখা যায়।
এছাড়াও রাজধানীর বাড্ডা, জাহাঙ্গীর গেট, কাকলী, কুড়িল বিশ্বরোড, মহাখালী, আগারগাঁও এলাকায় যানজট দেখা গেছে।
দৈনিক ঢাকা সংবাদ.কম/এসআর
আরও পড়ুন……