ঢাকা সংবাদ ডেস্ক: নাম খাদিজা আক্তার জ্যতি। সরকারি তিতুমীর কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী সে। ছোটবেলা থেকেই যেনো আঁকা আঁকি একটু বেশি পছন্দ করেন। সেখান থেকেই সে আজ একজন চিত্রকর। তার আঁকা চিত্রগুলো যেনো কথা বলে কোনো নিরুপায় মানুষদের সাহায্য করার জন্য। তেমনি তার আঁকা এক চিত্রের দেখা মিললো সরকারি তিতুমীর কলেজে।
সরকারি তিতুমীর কলেজে চলছে আর্ট ক্লাব কর্তৃক আয়োজিত চিত্র অংকন প্রদর্শন মেলা। নানা আয়োজনে মেতেছে চিত্রকরদের চিত্র অংকন প্রদর্শন। চিত্রকরদের চিত্র অংকনগুলো ছিলো দেখার মতো। তার মধ্যে একটি চিত্র চোখ আটকে যাবে যেকারোর। ছবি ও যে কথা বলে তার প্রমাণ মিললো খাদিজা আক্তার জ্যতির আঁকা সেই চিত্রটি থেকে। চিত্রটিতে একটি পথ শিশু অন্য একটি পথ শিশুকে খাইয়ে দিচ্ছে। আমাদের সমাজের নিরুপায় পথ শিশুদের বাস্তব চরিত্র ফুটে উঠেছে চিত্রটিতে।

চিত্রটি ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, আমি যখন রাস্তার শিশুদের দেখি তারা কতো অসহায় ভাবে জীবনযাপন করছে তখন আমার মন কাঁদে তাদের পাশে দাড়ানোর জন্য। কিন্তু আমি আমার সাধ্যের বাহিরে তাদার সাহায্য করতে পারিনা। আমি আমার সাধ্য মতো তাদের পাশে এসে দাড়াই।
তিনি আরো বলেন, আমার ইচছা আমি ভবিষ্যৎে পথশিশুদের জন্য কিছু করবো ইনশাআল্লাহ। আপনারাও আপনাদের মতো করে পথশিশুদের পাশে এসে দাঁড়ান।
ঢাকা সংবাদ.কম/এস আর
আরও পড়তে পারেন……