দৈনিক ঢাকা সংবাদ: বাংলাদেশের ক্রিকেটে এখন বড় প্রতিদ্বন্দ্বী শ্রীলঙ্কা। লঙ্কানদের সঙ্গে ম্যাচ মানেই হাড্ডাহাড্ডি লড়াই, দুই দেশের দর্শকদের বাড়তি উত্তেজনা। সাম্প্রতিক সময়ে আফগানিস্তানও বেশ উন্নতি করেছে। মাঠে শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে বাংলাদেশকে।
এই দুই দলের বিপক্ষে এবার এশিয়া কাপের গ্রুপপর্বের ম্যাচ বাংলাদেশের। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে লড়াইটা কেমন হবে?
বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের অবশ্য ‘চিরপ্রতিদ্বন্দ্বী’ শব্দটাই শুনতে চাইলেন না। তার কথা, ‘দেখুন চিরপ্রতিদ্বন্দ্বী এই শব্দটা আমার খুব বেশি একটা ভালো লাগে না। কিন্তু শেষ কিছু ম্যাচ আমরা অনেক কম্পিটিটিভ খেলেছি দুইটা দলের সঙ্গেই। ওরা যখন খেলে সর্বোচ্চ চেষ্টাটাই করে জয়ের জন্য এবং আমরাও যখন খেলি আমাদেরও সর্বোচ্চ চেষ্টা থাকে জয়ের। এটা আসলে সমর্থকদের জন্য ভালো ক্রিকেটের জন্য ভালো। আমরাও চাই এমন কিছু হোক।’
সাকিব যোগ করেন, ‘তবে দিনশেষে আমাদের চাওয়া থাকবে আমরাই যেনো জিততে পারি। যেহেতু এখন সবাই সবাইকে চেনে ওইরকম চিরপ্রতিদ্বন্দ্বিতার বিষয়টি খেলোয়ারদের মধ্যেও নেই। তবে দেশের জন্য একটি ম্যাচ সবসময় অনেক গুরুত্ব বহন করে। এবং আমরা বাংলাদেশ টিম সেটাই করার চেষ্টা করি। এরকম অনেক বড় যখন টুর্নামেন্টে আমরা খেলতে যাই আমরা অনেক বেশি ফ্লেক্সিবল থাকার চেষ্টা করি। যেটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়।’
জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও একই সুরে কথা বললেন, ‘আমি এ রকম কোনো দ্বৈরথের ব্যাপারে অবগত নই। তবে এর আগে এশিয়া কাপে দুই দলের সঙ্গে আমাদের ভালো প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। আমি মনে করি, দুই দলই আমাদের চ্যালেঞ্জের মুখে ফেলবে।’
শ্রীলঙ্কার সঙ্গে প্রথম ম্যাচ। সাকিব আবার লঙ্কানদের মাঠে সম্প্রতি খেলে এসেছেন এলপিএল ফ্র্যাঞ্জাইজি টুর্নামেন্ট। পিচ কেমন হয় তাই ধারণা ভালোই দিতে পারবেন সাকিব।
টাইগার অধিনায়ক পিচ নিয়ে বললেন, ‘যেহেতু আমাদের প্রথম খেলা, ওখানে আগের যে রেকর্ডগুলো আছে সব সময় প্যাকিং পিচই হয়ে থাকে। এখানে ব্যাটসম্যানরা রান করার সুবিধা পায় যে কারণে বোলারদের জন্য খুবই চ্যালেঞ্জিং। সেক্ষেত্রে কিন্তু ব্যাটসম্যানদের জন্য দ্রুত রান করা একটা আরও বড় চ্যালেঞ্জিং। তাই আমাদের আসলে সবদিকেই প্রিপারেশন থাকতে হবে।’
এলপিএলে খেলা নিয়ে বলেন, ‘এলপিএলে সিচুয়েশনটা একটু ডিফারেন্ট ছিল। তবে এশিয়া কাপ হয়তো ডিফারেন্ট পিচে হবে। যে কারণে ওইটার সাথে এটা কম্পেয়ার করাটা একটু ডিফিকাল্ট হবে। তবে যে কন্ডিশন আমি জানি এবং কিছুদিনের পার্থক্যে আমি যা দেখে আসলাম তাতে খুব বেশি একটা পার্থক্য হওয়ার কথা না। আর আমরা যেহেতু তিন চারদিন আগে যাচ্ছি, ওইটা নিয়ে তো অবশ্যই আমাদের মধ্যে আলোচনা হবে। তাই আশা করছি এটা নিয়ে খুব বেশি একটা ঝামেলা হবে না।’
দৈনিক ঢাকা সংবাদ.কম/এসএম
আরও পড়তে পারেন…