বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বর্তমান গণবিরোধী সরকার বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর চালাচ্ছে সীমাহীন অত্যাচার। সরকারের মদদে পুলিশ ও ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা বিএনপিকে ধ্বংস করার মিশন নিয়ে প্রতিদিন শহর থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলে বিএনপির শান্তিপূর্ণ সভা-সমাবেশে হামলা চালাচ্ছে, গুলি চালিয়ে নেতাকর্মীদেরকে হত্যাসহ গুরুতর আহত করছে। চারদিকে শুধু ভয়, আতঙ্ক ও নৈরাজ্য বিরাজ করছে।’
শনিবার (৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, ‘দেশব্যাপী বিএনপির চলমান শান্তিপূর্ণ কর্মসূচিতে গতকাল এবং আজ দেশের বিভিন্ন অঞ্চলে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীরা নৃশংস হামলা চালিয়ে নেতাকর্মীদেরকে গুরুতর আহত করেছে। পুলিশ গ্রেফতার করেছে অসংখ্য নেতাকর্মীকে। পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের সংঘটিত এসব ন্যাক্কারজনক ও পৈশাচিক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
বিএনপি মহাসচিব বলেন, ‘সরকারের ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে জনগণ এখন ফুঁসে উঠেছে। তাদেরকে ক্ষমতা থেকে সরাতে জনগণ ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামতে শুরু করেছে। বিএনপির নেতাকর্মী তথা জাতীয়তাবাদী শক্তি জনগণকে সাথে নিয়ে সরকারের পতন ঘটাতে আন্দোলন-সংগ্রামকে বেগবান করতে রাজপথ থেকে ঘরে ফিরে যাবে না। আওয়ামী সরকারকে বিদায় নিতেই হবে।’