ঢাকা সংবাদ ডেস্কঃ লা লিগায় রবিবার রাতে আরসিডিই স্টেডিয়ামে এস্পানিওলের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে বার্সেলোনা।
এদিন ম্যাচের ৭৪ সেকেন্ডেই পেদ্রির গোলে এগিয়ে যায় বার্সা। তবে ৪০ মিনিটের মাথায় এস্পানিওলকে সমতা ফেরান সার্জি দারদার। দ্বিতীয়ার্ধে ৬৪ মিনিটের মাথায় রাউল ডি থমাস গোলে লিড নেয় এস্পানিওল। ২-১ গোলে এগিয়ে থেকেই নির্ধারিত সময় শেষ হয়। কিন্তু যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে গোল করে বার্সাকে উল্লাসে ভাসান ডি ইয়ং।
এই ড্রয়ের পর ২৩ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে চারে বার্সেলোনা। ২৪ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে এস্পানিওল।
ঢাকা সংবাদ.কম/এসআর