চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়লেও লিগ ওয়ানে পিএসজির দাপট অব্যাহত রয়েছে।
গত রোববার ঘরের মাঠে ২-১ গোলে মার্শেইকে হারিয়ে লিগ শিরোপার দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন মেসি-নেইমার-এমবাপ্পেরা।
মোরিসিও পচেত্তিনোর দলের লিগ ওয়ান জয় এখন কেবল সময়ের ব্যাপার। ৩২ ম্যাচে পিএসজির পয়েন্ট ৭৪, দ্বিতীয় স্থানে থাকা মার্শেই ১৫ পয়েন্ট পিছিয়ে।
আজ বুধবার রাতে মার্শেই যদি নঁতেকে হারাতে না পারে এবং পিএসজি যদি অঁজিকে হারিয়ে দেয়, তাহলে দশমবারের মতো লিগ ওয়ান শিরোপা নিশ্চিত হয়ে যাবে প্যারিস জায়ান্টদের।